বাড়ির চৌকাঠ পার করে ভিতরে ঢোকার চেষ্টা করছিল চন্দ্রবোড়া। আর সেটি চোখে পড়ে যায় মণ্ডল পরিবারের পোষ্য রকির। ল্যাব্রাডর রকি তার মনিবকে বাঁচাতে চেয়ে সেদিন লড়ে গিয়েছিল বিষধর সাপের সঙ্গে। দুর্গাপুরোর ফুলঝোড় মোড়ের মধুসূদন পার্কের মণ্ডল পরিবারে তখন 💧হুলুস্থুলু। বাড়ির সদ্য পোষ্য কুকুরটির এহেন ভালোবাসার টানে লড়াই, তখন বাকিদের উদ্বেগে ফেলে দেয়। পোষ্য রকির মাথায় ছোবল বসায় চন্দ্রবোড়া। এরপর?
রকির এই সাহসের ঘটনা সোশ্যাল মিডিয়ায় আসে। নেটপাড়ায় বিস্তর আলোচনা হয়। সকলেই রকির আরোগ্য কামনা করতে থাকে। এদিকে, সাপের ছোবলের শিকার র🥀কিকে নিয়ে তড়িঘড়ি পরিবারের সদস্যরা পৌঁছন হাসপাতালে। এখন রকি কেমন আছে? চিকিৎসকরা জানিয়েছেন, রকি চিকিৎসায় সাড়া দিচ্ছে। এমনই তথ্য জানাচ্ছে,'এই সময়'র রিপোর্ট।
ঘটনাটি ছিল গত রবিবারের। সেদিন পরিবারের সদস্যরা যখন রকিকে সাপের সঙ্গে লড়তে দেখেন, তখনই শিউরে ওঠেন। বাড়িতে চিৎকার শুরু হয়ে যায়। পড়ে যায় শোরগোল। রকি অন্যদিকে, নাছোড়বান্দা। বাড়ির ভিতর সাপের প্রবেশ সে রুখবেই। তুমুল সাহস নিয়ে, আশপাশ না ভেবেই সেদিন সাপের সঙ্গে লড়ে গিয়েছিল রকি। তার ধবধবে শরীরে সাপের ছোবলের আঘাত চিহ্ন দেখে পরিবারের সকলে শিউরে ওঠেন। সঙ্গে সঙ্গে জামুরিয়া নিউ কেন্🍌দা পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক শুভম চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে চিকিৎসা হয় রকির। তিনি বলছেন, রকি এখন অনেকটাই সেরে উঠছে। সে অনেকটাই সুস্থ।
প্রশ্ন হল, কতটা সম্ভাবনা রয়েছে রকির পুরোপুরি সেরে ওঠার? সেক্ষেত্রেও আশা করা হচ্ছে, রকির ৯৯ শতাংশ সম্ভাবনা রয়েছে সেরে ওঠার। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চিকিৎসক জানান, আগের থেকে অনেকটাই ভালো অবস্থায় রয়েছে র𒊎কি। সাপের ছোবলে আঘাত পেলেও, মণ্ডল পরিবারের আদরের সদস্যটি এখন ছোটাছুটিও করছে। তার আচরণও স্বাভাবিক। চিকিৎসক বলছেন, রকির আন্দাজ ছিল না যে ও সাপের মতো বিষধর কোনও প্রাণী যা ভয়াবহ, তার সঙ্গে লড়াই করছে। ফলে ওর নিজের ไআলাদা করে কোনও দুশ্চিন্তা ছিল না। ছোবল খেয়ে অসুস্থ হয়ে পড়লেও এখন অনেকটাই সুস্থ। ক্ষতও অনেকটা সেরে গিয়েছে বলছেন চিকিৎসক।