অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন টেস্টে ফলোঅন বাঁচানোর পর ভারতীয় ড্রেসিংরুমে যে সেলিব্রেশন দেখা গিয়েছিল সেটাকে সমর্থন করেছেন প্রাক্তন ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী। শাস্ত্রী এটিকে সঠিক পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন যে তৃতীয় টেস্টের শেষ দিনে ভারত যেভাবে প্রত্যাবর্তন করেছিল তা চলতি সিরিজের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। প্রাক্তন ভারতীয় কোচ দলের স্থিতিস্থাপকতার প্রশংসা করেছেন এবং জসপ্রীত বুমরাহ এবং আকাশ দীপের লড়াইয়ের প্রশংসা করেছেন।
এই সেলিব্রেশনটা দরকার ছিল - রবি শাস্ত্রী
রবি শাস্ত্রী জোর দিয়ে বলেছিলেন যে ম্যাচ এবং সিরিজের প্রেক্ষাপটে ভারতীয় দলের ফলো-অন বাঁচানোটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাই ফলো-অন বাঁচিয়ে যে সেলিব্রেশন করেছিল সেটা সম্পূর্ণ উপযুক্ত ছিল। আইসিসির রিভিউ প্রোগ্রামে রবি শাস্ত্রী বলেন, ‘এই সেলিব্রেশনটা দরকার ছিল। কারণ একটা সময়ে ৩৫-৩৬ রানের প্রয়োজন ছিল এবং এর জন্য প্রচুর পরিশ্রমের প্রয়োজন ছিল। সেই সেলিব্রেশনটা বোঝায় যে ড্রেসিংরুমের লোকেরা এই রানের গুরুত্বটা বুঝতে পেরেছিল।’
আরও পড়ুন… ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ হোয়াইটওয়াশ করে বাংলাদেশ দলের পাকাপাকি নেতা হতে চান লিটন দাস
রবি শাস্ত্রী বলেছেন ফলো-অন বাঁচানোর মানে শুধু ম্যাচ বাঁচানোই ছিল না। পরবর্তী টেস্ট ম্যাচের জন্য সুর সেট করেছিল এই লড়াই। তিনি বলেছিলেন যে ২০০ রানের বেশি পিছিয়ে থাকার পরে ভারতের পক্ষে দ্বিতীয় ইনিংসে খেলা সহজ ছিল না।
আরও পড়ুন… সারারাত হোটেলেই ফিরত না পৃথ্বী, দাবি মুম্বই ক্রিকেট অধিকর্তার, ইনস্টায় পাল্টা তোপ তারকার
আকাশ-বুমরাহ তাদের শক্তি দেখিয়েছেন
২১৩ রানে নবম উইকেট হারায় ভারত। তখন একটা সময়ে মনে হচ্ছিল দল ফলোঅন বাঁচাতে পারবে টিম ইন্ডিয়া। এর কারণ হল সেই সময়ে ক্যাঙ্গারু দলের দরকার ছিল মাত্র একটি উইকেট। রবীন্দ্র জাদেজা যখন আউট হন, তখন ফলো-অন বাঁচাতে ভারতের প্রয়োজন ছিল ৩৩ রান এবং আকাশ দীপ এবং জসপ্রীত বুমরাহ ক্রিজে উপস্থিত ছিলেন। যারা অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণের মুখোমুখি হন। তবে, আকাশ ও বুমরাহ সাহসিকতা দেখিয়ে দশম উইকেটে ভালো জুটি গড়েন। দলকে ফলোঅনের বিব্রতকর অবস্থা থেকে বাঁচিয়েছিলেন এই দুই তারকা।
আরও পড়ুন… স্কোরার অশ্বিনের ভুলে ৯০ করেই সেঞ্চুরির সেলিব্রেশন করেছিলেন! মজার গল্প শোনালেন অভিনব মুকুন্দ
ফলোঅন বাঁচাতেই নেচে ওঠে ভারতীয় ড্রেসিংরুম-
আকাশ দীপ চার মেরে ফলো-অন বাঁচাতেই ভারতীয় দলের ড্রেসিংরুমের পরিবেশ বদলে যায়। গম্ভীর পরিবেশ তখন আনন্দে ভেসে যায়। সেলিব্রেশনে ভরে ওঠে ভারতীয় ড্রেসিংরুম। ড্রেসিংরুমে উপস্থিত অধিনায়ক রোহিত শর্মা, তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং প্রধান কোচ গৌতম গম্ভীর উত্তেজিত হয়ে চেয়ার থেকে লাফিয়ে ওঠেন। তিনজনই একে অপরকে হাই ফাইভ করেন। এই তিনজনের প্রতিক্রিয়া এমন ছিল যেন ভারত ম্যাচটা জিতে নিয়েছে। আকাশ ও বুমরাহ যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন তিনজনই দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছিলেন। ভক্তরাও দুজনকে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন।