৬০ বছর বয়সে শুরু করলেন জীবনের নতুন অধ্যায়। বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিনই বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে ঘরে তুলেছেন জাতীয় পুরস্কꦦারজয়ী অভিনেতা আশিস বিদ্যার্থী। কলকাতাতেই সেরেছেন দ্বিতীয় বিয়ে। অসমের মেয়ে রূপালি বড়ুয়াকে বিয়ে করেছেন তিনি, যিনি কিনা কলকাতার এক নামী ফ্যাশন হাউসে কর্মরতা। অভিনেতার বিয়ের পরই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তাঁর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী-গায়িকা রাজোশি বড়ুয়া।
আশিস বিদ্যার্থীর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী-গায়িকা রাজোশি বড়ুয়ার ইনস্টাস্টোরি দেখে অনেকেরই অনুমান তিনি ভালো নেই। ইনস্টাস্টোরিতে অনুপ্রেরণামূলত পোস্টে র﷽াজোশি বড়ুয়া লেখেন, ‘মনে রাখবেন, সঠিক ব্যক্তি আপনাকে প্রশ্ন করবেন না যে আপনি তাঁদের কী বলতে চাইছেন! যাতে আপনি আঘাত পাবেন, তাঁরা সেটা করবে না।’
আরও একটি পোস্টে রাজোশি যা লিখেছেন তার অর্থ, জীবনের অতিরিক্ত চিন্তা ছেড়ে তিনি জীবনে শান্তি অর্জন করতে সক্ষম। তিনি লিখেছেন, 'আপনার মন থেকে অতিরিক্ত চিন্তাভাবনা এব🐬ং সন্দꦏেহ দূর হয়ে যাক। ব্যাখ্যা করতে গেলে বিভ্রান্তি তৈরি হতে পারে, শান্তি ও প্রশান্তি আপনার জীবনকে পূর্ণ করুক। আপনি অনেক দিন ধরেই শক্ত ছিলেন, আপনার আশীর্বাদ গ্রহণ করার সময় এসেছে। আপনি এর যোগ্য'।
আরও♛ পড়ুন-সতীন কাঁটা! স্বামী ফাহাদ আহম൩েদের ‘আসল স্ত্রী’র কথা সামনে আনলেন স্বরা ভাস্কর
আরও পড়ুন-৬০ বছরে দ্বিত♐ীয়বার বিয়ের পিঁড়িতে! জামাইষষ্ঠীতেই শুভকাজ সারলেন আশিস বিদ্যার্থী