দিদি নম্বর ওয়ানে এদিন খেলতে এবং একই সঙ্গে তাঁর নতুন ধারাবাহিক যোগমায়ার প্রচার করতে এসেছিলেন নেহা আমনদীপ এবং সৈয়দ আরেফিন। সেখাꦰনে দিদির সঙ্গে খেলার ফাঁকে এদিন বেশ মজা করতেও দেখা যায় তাঁদের।
দিদি নম্বর ওয়ানে যোগমায়ার কলাকুশলীরা
এদিন দিদি নম্বর ওয়ানে খেলার ফাঁকে হেডফোন রাউন্ডে রচনা বন্দ্যোপা🉐ধ্যায় নেহা আমনদীপ ওরফে যোগমায়াকে জিজ্ঞেস করেন তিনি সৈয়দকে কিছু বলতে চান কিনা? উত্তরে নেহা তাঁর কানে বাজতে থাকা গানটি গেয়ে শোনান। আর শেষে সেই গানের লাইন ধরেই সৈয়দকে বলেন, 'তু চিজ বড়ি মস্ত...' সহঅভিনেত্রীর মুখে এই কথা লজ্জায় লাল হয়ে যান অভিনেতা। হেসে ফেলেন। মাত্র কয়েকদিন হল শুরু হয়েছে তাঁদের এই ধারা🌼বাহিক, এর মধ্যেই যে তাঁদের দুজনের বন্ধুত্ব জমে উঠেছে সেটা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: বড়পর্দায় আত্মপ্রকাশ করছেন আশা ভোঁসলের নাতনি জানাই! গর্বিত ঠাকুমা লিখলেন, 'ভীওষণই উচ্ছ্বসিত...'
আরও পড়ুন: 'এত বেশি আত্মকেন্দ্রিক হয়ো না তো', আচমকাই মেয়ꦫের উপಌর মেজাজ হারালেন রাগী আন্টি জয়া!
এদিনের পর্ব নেহাই জিতেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় দিদি নম্বর ওয়ানের ট্রফি নিয়ে একটি ছবি তুলে সেটা পোস্ট করেছেন। সঙ্গে তিনি লেখেন, 'শতবার ধরে দিদি নম্বর ওয়ানে যাওয়ার প🌳র অবশেষে এবারে আমি জিততে পেরেছি। কী মজা!'
যোগমায়া প্রসঙ্গে
যোগমায়া ধারাবাহিকে উঠে আসবে এক সাধারণ নিম্নবিত্ত মেয়ের আইপিএস অফিসার হয়ে ওঠার কথা। শত প্রতিকূলতার মধ্যে সে কী করে তাঁর পড়াশোনা চালিয়ে যায়, সত্য এবং ন্যায়ের জন্য লড়াই করে সেটাই এই গল্পের মূল বিষয়বস্তু। এখানে মুখ্য ভূমিকায় আছেন সৈয়দ আরেফিন এবং নেহা অমনদীপ। বহুদিন পর তিনি এই ধারাবাহিকের হাত ধরে ফের কামব্যাক করলেন। এই ধারাবাহিকটি ইচ্ছে পুতুলের 🐟জায়গায় এসেছে। অর্থাৎ রোজ সন্ধ্যা ৬টায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিক।
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ানে যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন তবে থেকে এই রিয়েলিটি শোয়ের জনপ⛎্রিয়ꦓতা তুঙ্গে। অন্যদিকে সেই পর্ব সম্প্রচার হওয়ার কয়েকদিনের মধ্যেই জানা গিয়েছে যে এবারের লোকসভা নির্বাচনে রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন। তিনি হুগলি কেন্দ্র থেকে লড়বেন।