দুই যমজ সন্তানের ‘ড্যাডা’ পরিচালক-প্রযোজক করণ জোহর। ১ ফেব্রুয়ারি ছিল যশ আর রুহির জন্মদিন। মুম্বইয়ের বাড়িতেই ঘটা করে দুই ছেলেমেয়ের জন্মদিন পার্টির আয়োজন করেছিলেন করণ। বলিউডের একাধিক তারকা তাঁদের সন্তানদের নিয়ে পার্টিতে হাজির হয়েছিলেন। শাহরুখ খানের ছেলে আব্রাম, 𝓀গৌরী খান, করিনা কাপুর খান, তৈমুর আলি খান, শিল্পা শেট্টি, শাহিদ কাপুররা যোগ দিয়েছেন পার্টিতে।
ড্যাডা করণ জোহরের সঙ্গে মিলিয়ে যশ আর রুহি বার্থ ডে পার্টির পোশাক পরেছেন। তিনজনেই কালো মিকিমাউস ছাপ কালো পুলওভারের সঙ্গে কালো প্যান্ট পরেছেন। দুই যমজ সন্তানকে নিয়ে ভেন্যুর বাইরে পাপারাৎজ্জির সঙ্গে দেখাও করাতে আসেন করণ। আরও পড়ুন: মুম্বই উড়ে আসার পরিকল্পনা, শীঘ্রই ফের কাজ শুরু করবেন অন্নু, জানালেন ম্যানেজার
করণ জোহরের সেরা বান্ধবী করিনা কাপুর খান দুই ছেলে তৈমুর আলি খান এবং জাহাঙ্গির আলি খানকে সঙ্গে নিয়ে পার্টিতে এসেছিলেন। স🦄্টা♎র কিডরা পার্টি থেকে বেরোনোর সময় সকলের হাতে নীল রঙের বড় গিফট বক্স এবং গিফট ব্যাগ দেখতে পাওয়া গিয়েছে। পার্টিতে হাজির হন আব্রাম খান। তবে ছেলের সঙ্গে নয় বান্ধবী মাহিপ কাপুরের সঙ্গে পার্টিতে প্রবেশ করতে দেখা গিয়েছে গৌরীকে।
এ ছাড়াও, শিল্পা শেট্টি ছেলে ভিয়ান এবং মেয়ে সামিশাকে নিয়ে হাজির হন পার্টিতে। ছেলে আয়াত খানকে নিয়ে আর্পিতা🌠 খান এবং শাহিদ-মীরা দুই ছেলেমেয়েকে নিয়ে পার্টিতে যোগ দিয়েছেন। নেহা ধুপিয়া, শ্লোকা আম্বানি এবং মনীশ মালহোত্রাকেও পার্টিতে যোগ দিতে দেখা গিয়েছে।
বলিউডের জনপ্রিয় পরিচালক-প্রযোজক করণ জোহর। তিনি সিঙ্গেল ফাদার। ২০১৭ সালে সার🐷োগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হন করণ। মুম্বইয়ের মাসরানি হাসপাতালে গতমাসেই জন্ম হয়েছে করণের যমজ দুই সন্তানের। প্রয়াত বাবা যশ জোহরের নামানুসারে ছেলের নাম রাখেন তিনি, অন্যদিকﷺে মা হিরু জোহরের নাম উলটে মেয়ে রুহির নাম রেখেছেন করণ। সদ্য ৬ বছরে পা দিল তাঁরা। দুই ছেলেমেয়েকে ঘিরেই কাটছে করণের জীবন।
চলতি বছর ২৮ এপ্রিলে মুক্তি পেতে চলেছে করণ-রণবীর জুটির ছবি ‘রকি অউর রানি কি প্রেম🃏 কাহিনি’। এই ছবিতে রণবীর স♏িং-এর নায়িকা আলিয়া। এই ছবি দিয়েই দীর্ঘ দিন পর পরিচালকের আসনে ফিরবেন করণ জোহর।