সরকারিভাবে ১০০ মিটারের দৌড় ১০ সেকেন্ডের কম সময়ে দৌড়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জিম হাইন্স (ছবি-টুইটার)
শুভব্রত মুখার্জি: বিশ্ব অ্যাথলেটিক্সের সবথেকে জনপ্রিয় ইভেন্টটির নাম ১০০ মিটার দৌড়। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক্সেও এই বিভাগটির জন্য মুখিয়ে থাকেন সকলে। ১০০ মিটারের দৌড় কার্যত চোখের পলক ফেলার আগেই শেষ করে যিনি এই বিভাগকে জনপ্রিয় করে তুলেছিলেন সেই জিম হাইন্স সম্প্রতি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। প্রসঙ্গত জিম হলেন প্রথম ব্যক্তি যিনি প্রথমবার ১০০ মিটারের দৌড়ে প্রথম হয়েছিলেন। সরকারিভাবে ১০০ মিটারের দৌড় ১০ সেকেন্ডের কম সময়ে দৌড়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।
আমেরিকার প্রাক্তন তারকা স্প্রিন্টার জিম হাইন্স ১৯৬৮ সালে প্রথমবার এই নজির গড়েছিলেন। ১৯৬৮ আমেরিকার চ্যাম্পিয়নশিপে এই নজির গড়েন তিনি। ১৯৬৮ সালেই গ্রীষ্মকালীন অলিম্পিক্সের আসর বসেছিল মেক্সিকোতে। সেখানে ১০০ মিটার দৌড়েও অংশ নেন তিনি। বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার ওয়েবসাইট থেকে তাঁর মৃত্যুর এই তথ্য জানিয়ে শোকপ্রকাশ করা হয়েছে। ১৯৬৮ সালের আমেরিকার চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার দৌড় তিনি শেষ করেছিলেন ৯.৯ সেকেন্ড সময়ে। ইলেকট্রনিক্যাল সময় যদিও ছিল ১০.০৩ সেকেন্ড। তবে ১৯৭৭ সালের আগে এই ইলেকট্রনিক্যাল সময়ের কোন ভুল ক্রুটি শুধরানোর জায়গা ছিল না। ১৯৬৮ সালের মেক্সিকো সিটি অলিম্পিক্সেও তিনি ১০০ মিটারে সোনা জিতেছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।