বাংলা নিউজ > বিষয় > Biotech
Biotech
সেরা খবর
সেরা ভিডিয়ো

শুক্রবার, ২০ নভেম্বর থেকে সম্ভাব্য করোনা টিকা কোভ্যাক্সিনের তৃতীয় দফার ট্রায়꧟াল শুরু হবে। ভারত বায়োটেক এই টিকা তৈরি করেছে। হরিয়ানার রোহতাকে পিজি🎉আইএমএস-এ হবে ট্রায়াল এক হাজার ভলান্টিয়ারের ওপর জানিয়েছেন ভাইস চ্যান্সেলর ওপি কালরা। রাজ্যের মন্ত্রী অনিল ভিজ প্রথম ভলান্টিয়ার হবেন বলে জানিয়েছেন।
প্রাথমিক ভাবে ২০০ ভলান্টিয়ারকে দেওয়া হবে তাদের অ্যান্টিবডি রেসপন্স বোঝার জন্য। এরপর আরো ৬০০ ও তা💛র পরের 🧔ধাপে আরো ২০০ ভলান্টিয়ারকে ট্রায়ালের অংশ করা হবে। ভালো ফলাফল পাওয়া গেলে টিকাটিকে বাজারে ছাড়ার জন্য অনুমতি চাইবে আইসিএমআর।
ভলান্টিয়ারদের দুটি করে ডোজ দেওয়া হবে বলে জানি🐻য়েছেন ওপি কালরা। প্রথম ডোজের ২৮ দিন বাদে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।&🙈nbsp;
সেরা ছবি

- করোনা রোধে বুস্টার হিসেবে ন্যাজাল টিকার সুপারিশ করেছিল বিশেষজ্ঞ প্যানেল। সরকারও এই টিকাকে অনুমোদন দিয়েছে। শীঘ্রই বাজারে আসছে ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল টিকা 'iNCOVACC'। তার আগে এই টিকার দাম প্রকাশ্যে এল। বিশেষজ্ঞদের আশা, এই টিকার কার্যকারিতা ইতিবাচক ফল আনবে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বুস্টার নিয়ে অনীহা দূর হবে।