Updated: 28 Jul 2021, 12:00 AM IST
লেখক Ayan Das
দরকার মাত্র একটা জয়ের। তাহলেই অলিম্পিক্সে পদক নিশ্চিত করবেন বক্সার লভলিনা বড়গোহাঁইয়। যিনি মঙ্গলবার ৬৯ কেজি বিভাগে শেষ ষোলোর ম্যাচে জার্মানির আপেত্জ বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেন। ম্যাচের ফল ৩-২। আগামী শুক্রবার (৩০ জুলাই) চিনা তাইপেইয়ের নিয়েন-চিন চেনের বিরুদ্ধে নামবেন অসমের মেয়ে লভলিনা। সেই ম্যাচ জিতলেই অলিম্পিক্সে পদক নিশ্চিত করবেন তিনি -