আবার মর্মান্তিক পথ দুর্ঘটনা। বালি বোঝাই বেপরোয়া ট্রাক তীব্র গতিতে এসে পিষে দিল মা ও ছেলেকে। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গড়বেতা থানার আমঝুপি এলাকায়। এই ঘটনা মেনে নিতে না পেরে মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখান স𝐆্থানীয় বাসিন্দারা। তবে ঘাতক বালিবোঝাই ট্রাককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রসকুণ্ড এলাকায় একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনার কবলে পড়েন মা ও সন্তান। তাঁদের সজোরে এসে বালিবোঝাই ট্রাক ধাক্কা মারতেই মৃত্যু হয় শিশু সন্তানের। তারপর মৃত্যু হয় মায়েরও।
ঠিক কী ঘটেছে গড়বেতায়? স্থানীয় সূত্রে খবর, একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন পাঁচ বছরের দীপ সোরেন ও তার মা নমিতা সোরেন। তখনই দ্রুতগতিতে আসা বালিবোঝাই ট্রাক সজোরে ধাক্কা মারে দু’জনকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট্ট শিশু দীপ🌃 সোরেনের।🧜 আর স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার মায়েরও। আর তখনই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। রাস্তার উপরে মৃতদেহ ফেলে রেখে চলে অনেকক্ষণ বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বালিবোঝাই ট্রাক–লরির দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। তার পরেও হুঁশ ফিরেনি প্রশাসনের। খবর পেয়ে এলাকায় পৌঁছয় গড়বেতা থানার পুলিশ।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই আটক করা হয়েছে ঘাতক বালি ট্রাকটিকে। অবিলম্বে ওভারল🐻োডেড বা🔯লিবোঝাই যে কোনও গাড়ির চলাচলে নিয়ন্ত্রণ করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। বালি গাড়ির চলাচল বন্ধ করার দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। মৃত মা ও ছেলের নাম নমিতা সোরেন এবং দীপ সোরেন। গড়বেতা এলাকার বাসিন্দা। এই পথ দুর্ঘটনা কেমনভাবে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। দেহ ময়নাতদন্তে পাঠ🌺ানো হয়েছে।