রাখীবন্ধনের দিনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় দুর্ঘটনার কবলে পড়ল একটি ফুটবল টিম। এখনও পর্যন্ত যে খবর মিলেছে তাতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার জেরে জখম হয়েছেন আরও ১৪ জন। গড়বেতা থেক𝕴ে উত্তর বিল যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে ছিলেন ২০ জন ফুটবলার। তাঁরা সবাই দিওয়ানি গ্রামের বাসিন্দা বলে খবর।
স্থানীয় সূত্রে খবর, গড়বেতার দেওয়ানি গ্রাম থেকে ২০ জনের একটি ফুটবল টিম খেলতে যাচ্ছিল বাঁকুড়ার বাগডোবা গ্রামে। তাঁরা রওনা দেন একটি ম্যাটাডোরে চড়ে। দুপুরবেলা সন্ধিপুরে খালের উপর দিয়ে যাওয়ার সময় পুলে ওঠার জন্য বাঁক নিতেই দুর্ঘটনা ঘটে। চালক নিয়ন্ত্রণ হারালে উল্ট𒁏ে যায় গাড়িটি। রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায় ম্যাটাডোর। ঘটনাস্থলেই একসঙ্গে তিনজনের মৃত্যু হয়। আহত আরও ১৪ জন। মেদিনীপুর মেডিক্যাল কলেজে ৬ জন এবং বিষ্ণুপুর হাসপাতালে ৮ জনকে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এই গাড়িটির গতি তুলনায় বেশি ছ📖িল। তাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যার জন্য চেষ্টা করেও ঠেকানো যায়নি দুর্ঘটনা। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকার্যে এগিয়ে আসেন। পুলিশও ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। আহতদের দেখতে গড়বেতা হাসপাতালে যান বিধায়ক উত্তরা সিং হাজরা।