একদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দরবারে চিঠি পাঠিয়েছিল নবান্ন। সেখানে🙈 ১০০ দিনের কাজের বকেয়া টাকা, আবাস যোজনার টাকা এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে টাকা আটকে রেখেছে সেটা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে তাঁর হস্তক্ষেপ দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি সাক্ষাৎ করার সময় চাইলেন বাংলার মুখ্যমন্ত্রী। আগামী ১৭ ডিসেম্বর নয়াদিল্লি সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে ইন্ডিয়া জোটের বিশেষ বৈঠক। অপরদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন। এই দুটি কারণে চারদিনের রাজধানী সফরে যাবেন তিনি।
এদিকে আজ, শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, অপেক্ষা অনেক করা হয়েছে। এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে বাংলাকে যে বঞ্চনা করা হয়েছে তা নিয়ে কথা বলতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, এখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্⛎য সময় চেয়েছেন তিনি। তাই ১৭ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত নয়াদিল্লিতে থাকবেন তিনি। ১৮ থেকে ২০ তারিখের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে একদিন দেখা করার সময় চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকজন সাংসদকে নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চান মুখ্যমন্ত্রী।
অন্যদিকে সংসদে এখন শীতকালীন অধিবেশন চলছে। সেটা ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে। তার মানে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন নয়াদিল্লিতে যাবেন তখন তৃণমূল কংগ্রেসের লোকসভা এবং রাজ্যসভার সমস্ত সাংসদ রাজধানীতেই থাকবেন। সংসদ চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লিতে গেলে একবার সংসদ ভবনেও যান। আসন্ন নয়াদিল্লি সফরে তিনি নতুন সংসদ ভবনে যাবেন কিনা সেটা জানা যায়নি। আগামী ২৪ ডিসেম্বর কলকাতায় গীতাপাঠের অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত থাকতে পারেন মুখ্যಞমন্ত্রীও। তার আগেই নয়াদিল্লিতে দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে মমতা–মোদীর।
আরও পড়ুন: ‘মোষের মতো লাঠ🌳িপেটা করে তাড়াব’, গিরিরাজ ইস্যুতে বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কে༺র
ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী? এদিন বাগডোগরা বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কয়েকজন সাংসদকে নিয়ে নয়াদিল্লি যাবেন তিনি। ১৮, ১৯ এব💎ং ২০ ডিসেম্বর তারিখের মধ্যে একদিন তিনি সময় চেয়েছেন নরেন্দ্র মোদীর কাছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার প্রাপ্য টাকা বন্ধ করে দিয়েছে। আবাস যোজনা, গ্রামের রাস্তা, ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এই রাজ্য থেকে জিএসটি নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু রা🌳জ্যের ভাগ দেওয়া হচ্ছে না। ওদের টাকা চাই না, অন্তত আমাদের ভাগের টাকা দিয়ে দিন। চিঠি দিয়ে সময় চেয়েছি। সময় দিলে ভাল। না হলে যা করার করব।’