বাংলাকে ভাতে মারতে চাইছে কেন্দ্রের মোদী সরকার। এমনই অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ এক কোটির বেশি জব কার্ড হোল্ডার আছে। তাছাড়া বাংলার গ্রামীণ অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম একশো দিনের কাজ। কিন্তু ১০০ দিনের কাজ নিয়ে রাজ্যের সঙ্গে দুয়োরানি সুলভ আচরণ করছে মোদী সরকার। অথচ সামনে পঞ্চায়েত নির্বাচন। তার আগে বহুবার নানা নথি দেওয়া থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারব♔ার চিঠি লিখলেও একটি টাকা ঠেকায়নি কেন্দ্রীয় সরকার। তাই এই ব্যাপারে আদালতের হস্তক্ষেপ দাবি করে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।
এদিকে দু’বছর হতে চলল একশো দিনের কাজের মজুরি বাবদ টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। তার জেরে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন জবকার্ড হোল্ডাররা। সদ্য এগরায় অবৈধ বাজি কারখানায় কাজ করতে গিয়ে বিস্ফোরণে প্রাণ গিয়েছে মানুষজনের। এই মানুষজনের মধ্যে ꦿঅনেকেই একশো দিনের কাজ করে টাকা পাননি বলে অভিযোগ। তাই এই বিকল্প পথে রোজগার করতে গিয়েছিলেন। আর প্রাণ হারিয়েছেন। এই ব্যাপারে আদালতের হস্তক্ষেপ দাবি করে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে দ্রু♔ত শুনানির আবেদন জানানো হয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে।
অন্যদিকে একশো দিনের কাজে পরপ🧔র দু’টি অর্থবর্ষে বাংলাকে কোনও টা🐬কা দেয়নি কেন্দ্র। ১০০ দিনের কাজ এবং আবাস যোজনা প্রকল্প মিলিয়ে এখন কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের পাওনা প্রায় ১৫ হাজার কোটি টাকা। এই টাকা ছাড়ার বিষয়ে কোনও শব্দ খরচ করছে না মোদী সরকার। বাংলার জন্য বরাদ্দ ১.১৫ লক্ষ কোটি টাকার কেন্দ্রীয় তহবিল আটকে রেখেছে মোদী সরকার। নবান্ন সূত্রে খবর, ২০২১ সালের ডিসেম্বর মাসের পর ‘১০০ দিনের কাজ’ প্রকল্পে কোনও টাকা আসেনি বাংলায়। এই খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা। আবাস যোজনার ১১ লক্ষ ৩৬ হাজার ৪৮৮টি বাড়ির জন্🐭য কেন্দ্রের কাছে রাজ্যের মোট প্রাপ্য ৮ হাজার ১৮২ কোটি ৭১ লক্ষ টাকা।