প্রাক্তন সংসদ শিশির অধিকারীর বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই সংক্রান্ত মামলায় বড় স্বস্তি পেলেন শিশির♔। নিম্ন আওদালতের বিচার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশের মেয়াদ আরও দু’মাস বাড়ালো কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই মামলায় স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই স্বস্তি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা।
আরও পড়ুন: শিশির অধিকারীর সম্পত্তির তথ্য ফাঁস, কোন জাদুতে তিন ব🦋ছরে ১০ কোটি? টুইট কুণ꧅ালের
কুণাল ঘোষের দায়ের করা মানহানি মামলায় গত জানুয়ারিতে শিশির অধিকারীর বিরুদ্ধে সমন জারি করেছিল কলকাতা নগর দায়রা আদালত। ১১ মার্চে আদালতে হাজির হওয়ার জন্য তাঁকে নির্দেশ দিয়েছিলেন বিচারক। তারপরেই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্꧟টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতার বাবা। প্রসঙ্গত, শিশির অধিকারী তৃণমূল সাংসদ ছিলেন। তবে বিজেপির একাধিক অনুষ্ঠানে তাঁকে মঞ্চে দেখা গিয়েছে। কিন্তু, তিনি অনুষ্ঠানিকভাবে কোনও রাজনৈতিক দলে যোগ দেননি। লোকসভা ভোটের আগেই শিশিরের সম্পত্তি বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুণাল।
কুণাল অভিযোগ তুলেছিলেন, ২০০৯ সালে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় দাবি করা হয় শিশিরের মোট সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ টাকা। পরে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া ঘোষণাপত্রে জানান তাঁর সম্পত্তির পরিমাণ ১০ কোটি টাকা। আবার ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি দাবি করেছিলেন তাঁর সম্পত্তির পরিমাণ ৩কোটি টাকা। তাই নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। কীভাবে এই সম্পত্তির ওঠানামা তাই নিয়ে তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রকে চিঠি লিখেছিলেন তিনি। তারমধ্যেই কুণালকে ‘জেলখাটা আসামী’ বলে কটাক্ষ করেছিলেন শিশির অধিকারী।
তার প্রেক্ষিতে আদালতে মানহানির মামলা করেন কুণাল ঘোষ। সেই মামলাতেই শিশির অধিকারীকে সমন পাঠানোরꦗ নির্দেশ দেয় আদালত। পরে সেই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শিশির অধিকারী। এর আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিয়েছিলেন। সেই মেয়াদ আরও বাড়াল হাইকোর্ট। আগামী ২৪ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।