মা কাজ করেন পার্লারে। সেখানেই কাজ করত এক নাবালিকা। ওই মহিলাকে ‘কাকিমা’ বলে ডাকত। আর এই নাবালিকাকে ধর্ষণ করে ওই মহিলার ছেলে বলে অভিযোগ। এই কাকিমাকে বিশ্বাস করে তাঁর সঙ্গেই বাড়িতে গিয়েছিল নꦛাবালিকা। অভিযোগ, সেখানেই খাবারে কিছু মিশিয়ে দেওয়া হয়। আর তখনই লাগাতার তাকে ধর্ষণ করে পার্লারে কর্মরত ওই মায়ের ছেলে। গত ১৬ তারিখ হরিদেবপুর থানায় অভিযোগ দায়🎃ের করে ওই নাবালিকা। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবক ও তাঁর মাকে গ্রেফতার করল পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ধৃতরা।
ঠিক কী ঘটেছে হরিদেবপুরে? স্থানীয় সূত্রে খবর, নির্যাতিতার বয়স ১৭। ওই যুবকের মা পার্লারে কাজ করেন। এই মহিলার সঙ্গে বিউটিশয়ন কোর্স করত নির্যাতিতা। একদিন তাকে বাড়িতে নিমন্ত্রণ করা হয়। সেখানে মাদক খাইয়ে বেহুঁশ কর൲া হয় বলে অভিযোগ মা–ছেলের বিরুদ্ধে। মায়ের মদতেই লাগাতার তিনদিন ধরে ধর্ষণ করে ওই যুবক বলেও অভিযোগ। অভিযোগ, ওই বাড়িতে তাকে কিছু খেতে দেওয়া হয়েছিল। তারপরই কিছুটা ঝিমিয়ে পড়ে সে। তখন ওই মহিলার ছেলে ধর্ষণ করে। একাধিকবার তাকে ধর্ষণ করা হয়েছে।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, হরিদেবপুর থানার পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে মা ও ছেলেকে। এই মহিলার সঙ্গে বিউটিশিয়ান কোর্স করত ওই কিশোরী। আর মহিলার ছেলে এমবিএ’র 🎉ছাত্র। বাড়িতে ডেকে মাদক জাতীয় কিছু খাইয়ে আচ্ছন্ন করে দেওয়া হয়েছিল। তারপর লাগাতার ধর্ষণ করে ওই মহিলার ছেলে। এই ঘটনায় সরাসরি মহিলার মদত ছিল। তিনি এইসব দেখেও কোনও🌸 প্রতিবাদ করেননি। বরং ছেলেকে সহযোগিতা করেছিলেন।