তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সোশ্যাল মিডিয়ায় তিনি ’পতিতা’ বলে পোস্ট🐷 করেছেন। তাই নিয়ে বিরোধীরা তো বটেই দলের অন্দরেও মহিলা নেতৃত্বের একাংশের সমালোচনার মুখে পড়েছেন মহম্মদ সেলিম। এবার সোমবার করা সেই টুইট ভুল শুধরালেন মহম্মদ সেলিম। ‘পতিতা’ পরিবর্তন করে ‘যৌনক🅰র্মী’ শব্দ ব্যবহার করলেন সিপিএমের রাজ্য সম্পাদক।
আরও পড়ুন: মাফিয়া ডন' অভিষেক, টাকা পতিতাদের কাছে, সেলিমের 'Prostitute' শব্দে চটেছে সিপিএমও🎉!
সোমবার টুইটারে অভিষেককে কটাক্ষ করেছিলেন মহম্মদ সেলিম। তিনি নাম না লিখেছিলেন🦩, ‘তিনি তাঁর প্রচুর সম্পদ রাখার জন্য ১৫ জন বিদেশি পতিতার অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন।’ যদিও তিনি ইংরেজিতে ‘প্রস্টিটিউট’ শব্দটি লিখেছিলেন যার অর্থ হল পতিতা। তবে সিপিএম নেতৃত্বে স্পষ্ট দাবি, তাঁরা পতিতা বা বারবনিতা শব্দ ব্যবহার করেন না। তার পরিবর্তে মহিলাদের সম্মান দেওয়ার জন্য ‘যৌনকর্মী’ শব্দ ব্যবহার করে থাকেন। ইংরেজিতে যাকে বলা হয় সেক্স ওয়ার্কার। মঙ্গলবার সেলিমের টুইটার অ্যাকাউন্টে একটি পোস্টার শেয়ার করা হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘১৫ জন বিদেশি যৌনকর্মীর অ্যাকাউন্টের মাধ্যমে টাকা বিদেশে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।’ তাঁর এই পোস্ট অনেক সিপিএম নেতা কর্মী শেয়ার করেছেন। যদিও পুরনো পোস্টটি তিনি ডিলিট করেননি। প্রসঙ্গত, সিপিএমের রাজ্য সম্পাদকের এরকম পোস্টেরꦡ পরেই সমালোচনা করেছিলেন দলের মহিলা নেতৃত্ব কনীনিকা ঘোষ বোস। তিনি জানিয়েছিলেন, ‘সিপিএম প্রস্টিটিউট শব্দ ব্যবহার করে না। আমরা সেক্স ওয়ার্কার বলে থাকি।’ সিটু নেতা অনাদি সাহুও একই কথা জানিয়েছিলেন।