প্রﷺাথমিক শিক্ষা সংসদকে ২০১৪ সালের প্রাথমিকের মেয়াদ উত্তীর্ণ প্যানেল প্রকাশের নির্দেশ দিল কলকাতღা হাইকোর্ট। মঙ্গলবার এক মামলায় ৪২ হাজার প্রার্থীর নামের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ১৫ দিনের মধ্যে আদালতে প্যানেল জমা দিতে হবে প্রাথমিক শিক্ষা সংসদকে। ৩০ জুলাই মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন - ‘কেষ্ট তো জেলে! আমরা জিতলাম? ইডি-স𒁏িব⛎িআই দিয়ে জেতা যাবে না,’ হুঁশ ফেরালেন সুকান্ত
পড়তে থাকুন - কুলতলিতে সাদ্দামের খাট সরাতেই বেরিয়ে এল গোপন সুড়ঙ্গ, মিশেছে খা༒লে! হতবাক পুলিশ
২০১৪ সালের প্রাথমিক টেটের ভিত্তিতে ২০১৬ সা🌱লে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়। ওই নিয়োগপ্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে বলে এদাধিক অভিযোগ ওঠে। নিয়োগপ্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ তুলে ওয়েটিং লিস্টের তালিকা প্রকাশের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন সোমনাথ সেন নামে এক চাকরিপ্রার্থী। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সমস্ত মমলা সোমবার থেকে বিচারপতি সিনহার বেঞ্চে শুনানি হচ্ছে। ফলে এই মামলাটিও ওঠে তাঁরই এজলাসে।
এদিনের শুনানিতে বিচারপতি সিনহা বলেন, ‘ওয়েটিং লিস্ট তো পরের কথা আগে তো প্যানেল প্রকাশ্যে আসা দরকার। ৪২ হাজꦺার নিয়োগ হল তার প্যানেল কোথায়? মেয়াদ উত্তীর্ণ হলেও প্যানেল তো থাকবে। সেই প্যানেল আদালতে পেশ করতে হবে। আদালত তা দেখতে চায়।’ ১৫ দিনের ম💃ধ্যে প্যানেল আদালতে পেশ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। ৩০ জুলাই মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন - চলতি স𒁏প্তাহ থেকে পোলট্রি মুরগꦆি আসবে না বাজারে,পুলিশের জুলুম, আন্দোলনে ব্যবসায়ীরা
মঙ্গলবারই সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে ২০১৬র SSC নিয়োগ প্রক্রিয়া বাতিলকে চ্যালেঞ্জ করে দায়ের মামলার শুনানি। সেখানেও যোগ্য অযোগ্যদের আলাদা করে চিহ্নিত করতে না পারায় প্রায় ২৬ হাজার চাকরি বাত𓄧িলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে হাইকোর্টের সেই নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন দেশের প্💛রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এবার দেখার প্রাথমিকে নিয়োগেরও একই পরিণতি হয় কি না।