অস্কার ২০২৫ এর দৌড় থেকে ছিটকে গিয়েছে আমির খান প্রযোজিত এবং কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিজ। আর তারপরই শুরু হয়েছে জোর বিতর্ক। এই ছবিটি সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে ছিল। পরিচালক হংসল মেহতা থেকে শুরু করে মিউজিসিয়ান রিকি কেজ সহ আম আদমি অনেকেই ফিল্ম ফেডꦑারেশন অব ইন্ডিয়ার এই সিদ্ধান্ত অর্থাৎ লাপাতা লেডিজকে অস্কারের জন্য পাঠানো ভুল ছিল সেটাই মনে করিয়ে দেন। এবার গোটা বিতর্ক নিয়ে মুখ খুললেন ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার অন্যতম জুর🐬ি জাহ্নু বড়ুয়া।
আরও পড়ুন: 'হল সমস্যার সুষ্ঠু সমাধান হোক' পুষ্পা ২-র জন্য হল 🉐পাচ্ছে না খাদান-সন্তান? অভিযোগ উঠতেই প্রতিবাদ কুণালের
কী জানালেন জাহ্নু?
যে কমিটি লাপাতা লেডিজকে অস্কার ২০২৫ এ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল সেই ১৪ সদস্যের কমিটির মাথা বা প্রধান ছিলেন জাহ্নু বড়ুয়া। হিন্দুস্তান টাইমসকে তিনি এই বিতর্ক প্রসঙ্গে জানিয়েছেন, 'এটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। মানুষ কেন এমন ধরনের কথা বলবেন? এটা খুবই দুর্ভাগ্যজনক। মানুষের উচিত এটাকে জুরির সিদ্ধান্ত হিসেবে মেনে নেওয়া। আমি আমার অনেক ছবিকে অনেক প্রতিযোগিতায় পাঠিয়েছি, কোথাও সেগুলো পুরস্কার পেয়েছে কোথাও পায়নি। কিন্তু🎃 তাই বলে আমি সেই প্রসেসকে নিয়ে খারাপ কথা বলব। প্রসেসকে সম্মান জা♈নানো উচিত।'
কিন্তু আম আদমির কথা না হয় বাদ দেওয়া হয়। যাঁরা ইন্ডাস্ট্রির মানুষ, যাঁরা এটার বিরোধিতা করছেন তাঁদের কী বলবেন জওাহ্নু? তাঁর কথায়, 'ওরা তো জুরি তে ছি𓃲ল না। ব্যাস এতটুকুই।'
ফিল্ম ফেডারেশনকে মানুষজন যে গালমন্দ করছেন সেই বিষয়েও জবাব দিয়েছেন জাহ্🔯নু বড়ুয়া। তিনি এই বিষয়ে জানান, ‘মানুষকে গণতান্ত্রিক পদ্ধতিটা তো বুঝতে হবে যে কীসের মধ্যে দিয়ে ব্যাপারটা যায়। দেশকে সেটা মানতে হবে যাই ফলাফল হোক না কেন।’
অল উই ইমাজিন অ্যাজ লা𒁃ইটকে কেন পাঠানো হল না ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে? অনেকেই এই প্রশ্ন তুলেছেন। এই বিষয়ে তিনি জানিয়েছেন, জুরির মনে হয়েছে পায়েল কাপাডিয়ার ছবিটি টেকনিক্যালি খুবই দূর্বল। তাই তাঁরা তাঁদের স♏িদ্ধান্তে অনড় থেকেছেন।