কিছুদিন আগেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেꦫন নিরূপা গঙ্গোপাধ্যায়। অবশেষে দীর্ঘ ১৭ দিন হাসপাতালে থাকার পর বাড়ি ফিরলেন সৌরভ ও স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মা। জানা যাচ্ছে, রবিবার দুপুরে বেহালার বীরেন রায় রোডের বাড়িতে ফিরেছেন তিনি।
নিরূপাদেবীর বাড়ি ফেরার খ🍌বর এবিপি আনন্দকে নিজেই জানান স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। স্নেহাশিস জানান, ‘মা আগের থেকে ভালো আছেন, শারীরিক🦄 অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা মাকে রিলিজ করে দিয়েছেন। মা বাড়ি ফিরে গিয়েছেন।’
জানা যায়, হাসপাতালে ভর্তি থাকাকালীন নিরূপাদেবীর অ্যাঞ্জিওগ্রাম হয়েছিল। তাঁর হার্টে ব্লকেজ রয়েছে বলে জানা গিয়েছিল। এমনকি অ্যঞ্জিওপ্লাস্টিও করা হবে, স্টেন্ট বসিয়ে তবেই হাসপাতাল থেকে ছাড়✤া হবে বলে শোনা গিয়েছিল। এবিষেয়ে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, বয়সের কথা মাথায় রেখে চিকিৎসকরা আরও কিছুদিন সময় নিতে চেয়েছেন। তবে তিনি জানান, তাঁর মায়ের শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল, তবে অনেকটা ধকল গিয়েছে। শনিবারই ৭৫-এ পা রেখেছেন নিরুপা গঙ্গোপাধ্যায়। নিরূপা দেবী জানিয়েছেন, এর পরে চেকআপের সময়ই স্টেন্ট বসানোর বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করা হবে।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হন নিরূপা গঙ্গোপাধ্যায়। 🗹ওই দিনই CAB-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ইডেন একটা বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন স্নেগাশিস গঙ্গোপাধ্যায়। যদিও হঠাৎ করে মায়ের অসুস্থতার কারণে মিটিংয়ে থাকতে পারেননি সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস। তিনিই নিরূপাদেবীর অসুস্থতার খবর সকলকে জানান। সেদিন দুপুরে বাড়িতেই ECG করানো হয়েছিল নিরূপা দেবীর। তবꦐে রিপোর্ট ভালো ছিল না বলে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। জানা গিয়েছিলেন হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণে রক্তও দিতে হয় সৌরভের মাকে। হাসপাতালে থাকার সময় প্রায় প্রতিদিনই মায়ের খোঁজ নিতে যাচ্ছিলেন সৌরভ। ১৭ ফেব্রুয়ারি মায়ের জন্মদিন সেলিব্রেট করতে হাসপাতালে কেক নিয়ে পৌঁছেছিলেন সৌরভ। তবে আপাতত বিপদ অনেকটাই কেটেছে বলেই জানাচ্ছেন সৌরভের দাদা স্নেহাশিস।